জলবায়ু পরিবর্তনের ভয়াবহতায় বিপর্যয়ে দেশের নদ-নদী
- আপডেট সময় : ০৬:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ধারণা নয়, প্রতিনিয়ত দৃশ্যমাণ এর ভয়াবহতা। দেশের বেশিরভাগ নদ-নদী এখন বিপর্যয়ের দ্বার প্রান্তে। বাড়ছে তাপমাত্রার তীব্রতা, বন্যা ও খরা। জলবায়ুর প্রভাব মোকাবেলায় নদী শাসনের জন্য ডেল্টা প্লানসহ নানা প্রকল্প হাতে নিয়েছে বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী।
নদীকে বলা হয় জাতীয় জীবন্ত সত্তা। নদী বাঁচলে নগর বাঁচবে, বাঁচবে সভ্যতা। তবে, কথাটা বর্তমানে রূপকথার গল্পের মতোই মনে হয়।
দেশের বেশিরভাগ নদ-নদী এখন বই-পুস্তকে থাকলেও বাস্তবে মিল পাওয়া খুবই কঠিন।
পলিথিন, আবর্জনা ও শিল্প-কারখানার বর্জ্য ফেলায় নদী এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে। সেই সাথে দখলবাজদের দৌঁরাত্বে হারাচ্ছে সীমানা। বছরের পর বছর তলদেশে ড্রেজিং না করায় নদী হারাচ্ছে নাব্য ও গতিপথ।
সাতক্ষীরা, বাগেরহাট, খুলনাসহ উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত নদী ভাঙ্গনে সর্বস্ব হারাচ্ছে উপকূলবাসী।
আবহাওয়াবিদরা বলছেন, নদীর গতিপথ ঠিক না রাখলে, জলাবদ্ধতাসহ নানা সমস্যার সম্মুখীন হবে দেশ
নদী বিশেষজ্ঞ ড. মমিনুল হক সরকার বলেন, দখলবাজদের হাত থেকে নদী উদ্ধার করে খননের মাধ্যমে নাব্য নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
জলবায়ুর প্রভাব মোকাবেলায় উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণসহ ডেল্টা প্লান হাতে নেয়া হয়েছে বলে জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম।
মন্ত্রী আরো বলেন, ঢাকার আশপাশের গুলোসহ দেশের সব এলাকায় নদী শাসনের কাজ শুরু করা হয়েছে।
জলবায়ুর প্রভাব মোকাবেলায় নদ-নদী ও জলাশয় রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যেতে জন-জীবন হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশিষ্টজনরা।