জলাবদ্ধতা দূর করে বিল অঞ্চলের জমিতে তিন ফসলি উন্নত জাতের ধান চাষে সাফল্য
- আপডেট সময় : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মাগুরায় জলাবদ্ধতা দূর করে বিল অঞ্চলের জমিতে তিন ফসলি উন্নত জাতের ধান চাষে সাফল্য পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। কালিদাসখালি আড়পাড়া উপ-প্রকল্পে কৃষি বিভাগের সহায়তায় শালিখা উপজেলার বিভিন্ন বিল এলাকায় উচ্চ ফলনশীল ব্রি ধান-৭৫ চাষ করে স্বাভাবিকের তুলনায় বেশি ফসল পেয়ে খুশি কৃষক।
পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের যৌথ সহায়তায় জেলার শালিখা উপজেলার বিভিন্ন বিল অঞ্চলে উচ্চ ফলনশীল জাতের চিকন ধান ব্রি-৭৫ চাষের উদ্যোগ নেয়া হয়। স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুন ফলন পেয়ে খুশি চাষীরা। নানা রকম প্রশিক্ষণে দক্ষ করে তোলা হচ্ছে তাদেরকে। এক সময়ে জলাবদ্ধ জমিতে প্রতি হেক্টরে প্রায় সাড়ে পাঁচ মেট্রিক টন ধান উৎপাদন হতো। নতুন জাতের ধান পেয়ে কৃষানিরাও খুশি।
এক ফসলি জমিকে সঠিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে তিন ফসলিতে রূপান্তর করায় কৃষকের আর্থ-সামাজিক পরিস্থিতিরও উন্নতি হবে বলে মনে করেন, কৃষি বিভাগ ও পাউবোর কর্মকর্তারা। জেলার শালিখা উপজেলায় এ প্রকল্পের অধীনে, মোট ১২ হাজার ৭০৪ হেক্টর জমি চাষের আওতায় আনা হয়। এলাকার ১২ হাজার ৬৯৩ কৃষক কারিগরি প্রশিক্ষণ পেয়েছে।