জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মেগা শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির বর্নেও দ্বীপের কালিমানতানে নতুন রাজধানী গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল আজ অনুমোদন দেয়া হয়েছে। নতুন রাজধানীর নাম রাখা হয়েছে ‘নুসানতারা’। এ সিদ্ধান্তে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে আশা করছে দেশটির পরিকল্পনা মন্ত্রী। জনবহুল জাকার্তায় সংক্রামক ব্যাধি, বন্যা, বায়ু দূষণসহ নানা সমস্যা বেড়ে যাওয়ায় এক কোটি মানুষের দুর্ভোগ কমাতে চায় সরকার। নতুন রাজধানীতে স্বল্প কার্বন নিঃসরণ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেয়া হবে। পরিকল্পনামন্ত্রী সুহারসো মোনোরফা জানিয়েছেন, নতুন স্টেট ক্যাপিটাল আইনে ৩২ বিলিয়ন ডলারের এই মেগা প্রজেক্ট অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। অনুমোদন দেয়া বাজেটে রাজধানীর উন্নয়ন করা হবে।