জাতির পিতার খুনিদের বিচারের বদলে পরবর্তী সরকার পুনর্বাসন করেছিলো
- আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারের বদলে পরবর্তী সরকার পুনর্বাসন করেছিলো। পিতা হত্যার বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সব শোক ভুলে আছেন বলেও জানান সরকার প্রধান । যতদিন বেঁচে আছেন এতিমদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদফতর আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে ৫০ হাজার পবিত্র কোরআন খতম ও জাতির পিতার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ১৫ আগস্ট কাল রাতের নির্মম হত্যাকান্ডের কথা তুলে ধরেন আবেগ প্রবণ হয়ে পড়েন সরকার প্রধান ।
তিনি বলেন, নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানাকে বিদেশ থেকে দেশে আসতে দেয়নি পরবর্তী সরকার। খুনি চক্রকে পুনর্বাসন ও পুরস্কৃত করা হয়েছিলো ।
মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী আরো বলেন, এতিমসহ দেশের সব অনগ্রসর জনগোষ্ঠীর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছে সরকার।
সকল শিশুদের জন্য সুন্দর আগামীর দিন গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী।
করোনা ভাইরাস থেকে মুক্তি ও ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।