জাতিসংঘের এসডিজি অর্জনের টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
এমডিজি অর্জনের পর, এখন জাতিসংঘের এসডিজি অর্জনের টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, করোনার শুরুতে গোটা দেশে যে সংকট তৈরী হয়েছিলো– প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে সংকট এখন কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ভবিষ্যতে ক্যান্সারের মতো রোগের চিকিৎসাও এই হাসপাতালটি সফলভাবে দিতে পারবে বলে আশার কথা জানান মন্ত্রী।