পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব
- আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের দুই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে—আন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারবেন।
এরপর বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভ যাবেন। সেখানে তিনি সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যস্থতায় আরও সক্রিয় ভূমিকা নিতে জাতিসংঘের প্রধানের ওপর সম্প্রতি চাপ বেড়েছে।
এদিকে বুচা শহরের পর এবার মারিউপোলের কাছে প্রায় ৮৫ মিটার দীর্ঘ গণকবরের সন্ধান মিলেছে। স্যাটেলাইট চিত্রে চিহ্নিত হওয়া এই গণকবরে প্রায় ২০০ মানুষেকে মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, রুশ সেনাদের হাতে নিহত মারিউপোলের বাসিন্দাদের এই গণকবরে সমাহিত করা হয়। তবে মস্কো এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।