জাতিসংঘের স্বীকৃতিতে উন্নয়নশীল দেশের কাতারে উঠলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ এখন বিশ্বে আরো মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পাবে। এই অর্জন টেকসই করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে জনগণের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। গণভবন থেকে ভাচ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মানুষও করোনার প্রতিষেধকের আওতার বাইরে থাকবে না।
প্রায় এক বছর পর সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। এসময় সাথে ছিলেন বংগবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা ও মন্ত্রিসভার সদস্যরা।
বাংলাদেশের জন্য এ এক গৌরবময় অর্জনের ঘটনা। টানা ৬ বছরের পর্যালোচনা শেষে শুক্রবার রাতে জাতিসংঘ জানিয়ে দেয়, উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটছে বাংলাদেশের।
প্রথমেই বাংলাদেশের দীর্ঘদিনের আকাংক্ষিত সেই সুসংবাদ শোনালেন সরকার প্রধান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি যেমন কাম্য নয়, তেমনি কারো মৃত্যুও কাম্য নয়।
প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও করোনার টিকার আওতার বাইরে থাকবে না। দেশেই করোনার এই প্রতিষেধক তৈরীতেও প্রস্ততি নিচ্ছে বাংলাদেশ।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে সরকারের প্রস্তুতি ও সক্ষমতার দৃঢ় অংগীকার করে প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকেই এই স্বপ্ন পূরণ করতে হবে।