জাতিসংঘ শরণার্থী সংস্থার দুই সহকারী হাইকমিশনার সোমবার ভাসানচরে যাচ্ছেন
- আপডেট সময় : ০১:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ সফরে আসা জাতিসংঘ শরণার্থী সংস্থার দুই সহকারী হাইকমিশনার সোমবার ভাসানচরে যাচ্ছেন।
৪ দিনের সফরে ঢাকা এসেছেন ইউএনএইচসিআরের কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস। আজ কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে গিয়ে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন তারা। জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, দেশি–বিদেশি সাহায্য সংস্থার প্রতিনিধিসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তদের সঙ্গে আলোচনা করবেন। মঙ্গলবার দুপুরের পর জাতিসংঘের শরণার্থী সংস্থার দুই সহকারী হাইকমিশনার ঢাকায় ফিরবেন।পরে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করবেন। প্রথমবারের মতো বাংলাদেশে সফরে এসেছেন জাতিসংঘের ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। ভাসানচরে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার পর জাতিসংঘের কোনো সংস্থার সদর দপ্তরের প্রতিনিধিদের এটাই প্রথম সফর।