জাতীয়করণের দাবিতে ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি শিক্ষকদের
- আপডেট সময় : ০৯:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে সারাদেশের শিক্ষকরা এতে অংশ নেয়। এসময় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে পুরানা পল্টন যান চলাচল বন্ধ থাকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
সারাদেশ থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীতে জড়ো হনে শিক্ষকরা ।এসময় প্রেস ক্লাব থেকে শুরু করে পুরানা পল্টন পর্যন্ত ছিল তাদের অবস্থান কর্মসূচি। এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষকদের সঠিক মূল্যায়ন এবং বৈষম্য দূরীকরতে এই কর্মসূচি বলে জানান় সাধারণ শিক্ষকরা।
সরকার দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, বেতন-বৈষম্য দূর করে জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।