জাতীয়করণের দাবিতে দশম দিনে অবস্থান করেছেন শিক্ষকরা
- আপডেট সময় : ০৯:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টানা দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ জুলাই থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান তারা।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক স্তরের বেতন বৈষম্য দূর করতে হবে। অন্যথায় মেধাবি ছাত্ররা এখানে যুক্ত হবার আগ্রহ হারাবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে জাতীয়করণের পক্ষেও যুক্তি তুলে ধরেন শিক্ষকরা। নিজেদের অধিকার আদায়ে সহযাত্রীদের চাঙা রাখতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও দাবিপূরণে কার্যকর কোনো আশ্বাস না পেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনরত শিক্ষকরা। ২০ হাজার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা দেন ৫ লাখের বেশি শিক্ষক বেসরকারি শিক্ষক।