জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেয়া যাবে না : মান্না
- আপডেট সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচন নিয়ে ১০টি সংস্কার কমিশনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনা ও ভারত ষড়যন্ত্র করছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
জাতীয় প্রেসক্লাবে আইবিটিভির আয়োজনে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকের এই আয়োজন।
প্রাসঙ্গিকভাবে ওঠে আসে প্রবাসীদের ভাবনার বিষয়গুলোও। কর্মজীবন শেষে দেশে ফিরে কর্মসংস্থানের সুযোগ চান তারা।
আলোচনায় অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ গঠনে সময়ের প্রয়োজনে সংস্কার প্রয়োজন। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, বিভাজনের রাজনীতি দেশের সার্বভৌমত্বরকে হুমকির মুখোমুখি দাড় করাবে।
ওদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি, নুরুল হক নুরুর অভিযোগ, ৫৩ বছরে রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি। অন্তবর্তী সরকার তা করতে পারবে বলে প্রত্যাশা তার। সাংবাদিক গোলাম মর্তোজা তুলে ধরেন বৈষম্যবিরোধী আন্দোলনে প্রতিবাদ করে আবুধাবীর জেলে থাকা ৩৫৭ বাংলাদেশী নাগরিকের বর্তমান অবস্থানের কথা।
মতানৈক্য যাই থাকুক না কেন, জুলাই আন্দোলন সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল বলে মনে করেন সাংবাদিক মাসুদ কামাল।