জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন তিনি।
সাম্প্রদায়িকতা দেশকে পেছনে ফেলার অন্তরায়। তাই নজরুলের চেতনায় সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুল যেভাবে ফ্যাসিবাদ দুঃশাসনে বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আজও তা অনুপ্রেরণা হয়ে আছে। উন্নত দেশ গড়তে কবির সাম্যবাদ অনুকরণী বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা।