জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী কাল
- আপডেট সময় : ১০:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ১৭৫১ বার পড়া হয়েছে
আমি চিরতরে দূরে চলে যাবো/ তবু আমারে দেবো না ভুলিতে…। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চরণটুকু চিরভাস্বর হয়ে আছে কুমিল্লাবাসীর হৃদয়ে। কাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় নানা আয়োজনে জন্মবার্ষিকী উদযাপনে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের বিরাট অংশজুড়ে রয়েছে কুমিল্লা। কুমিল্লায় বিচরণের মধ্য দিয়ে নজরুল হয়ে উঠেছিলেন বিদ্রোহী কবি। কবির প্রেম, বিয়ে, সুরকার-গায়ক, অভিনয়শিল্পী হয়ে ওঠার অনেক কিছুর প্রথম এই কুমিল্লা। দ্রোহ ও প্রেমের কবি নজরুল ১৯২১ সালের এপ্রিল থেকে ১৯২৪ সালের জানুয়ারি পর্যন্ত পাঁচ দফায় ১১ মাস কুমিল্লায় অবস্থান করেছিলেন।
কুমিল্লায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত অনেক নিদর্শন রয়েছে। এগুলো সংরক্ষণ করায় সরকার ধন্যবাদ জানান স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।
বাংলাদেশের মধ্যে কুমিল্লায় নজরুলের সৃষ্টিকর্ম বেশি। কুমিল্লা ও দৌলতপুরে কবি অজস্র গান ও কবিতা রচনা করেছেন। নজরুল চর্চা ও গবেষণায় আগ্রহী হয়ে উঠছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা।
নজরুলকে নিয়ে চর্চা ও গবেষণার জন্য কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র।
আসানসোলের চুরুলিয়া গ্রামে কবির জন্ম হলেও নজরুলের প্রেম, বিয়ে, গ্রেফতার, সমাবেশ এবং কাব্য ও সংস্কৃতি চর্চাসহ বহু ঘটনার নীরব সাক্ষী কুমিল্লা। তিনি অমর হয়ে আছেন কুমিল্লাবাসীর হৃদয়ে।