জাতীয় আয়কর মেলার চতুর্থ দিনে আয়করদাতাদের ভিড়
- আপডেট সময় : ০৮:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৫৮২ বার পড়া হয়েছে
জাতীয় আয়কর মেলার চতুর্থ দিনে রিটার্ন দাখিলকারী ও আয়করদাতাদের ভিড়ে মুখরিত ছিল ঢাকার অফিসার্স ক্লাব। তবে মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের আশা– এবার আগের বছরের তুলনায় ৩০ ভাগ বেশি আয়কর রিটার্ন দাখিল হবে।
সপ্তাহের প্রথম কর্মদিবস। কিন্তু আয়কর মেলা প্রাঙ্গনে করদাতাদের সরগরমের কোনো কমতি নেই। আয়কর রিটার্ন দাখিলে ইচ্ছুকদের দীর্ঘ সারি দেখেই বুঝা যায়, ব্যাপক সাড়া জাগিয়েছে এবার আয়কর মেলা।
মেলা প্রাঙ্গনেই কর সংক্রান্ত সব কিছু। ই-টিআইএন নিবন্ধন, আয়কর বিবরণী গ্রহণ, কর পরিশোধের সুযোগের পাশাপাশি মিলছে আয়কর বিবরণী পূরণে রাজস্ব কর্মকর্তাদের সহায়তা। সেই সাথে থাকছে, কর শিক্ষা প্রদানের যাবতীয় ব্যবস্থা। এমন আয়োজনে সন্তুষ্ট করদাতারা। মেলার সময়সীমা বাড়ানোর দাবিও করেন কেউ কেউ।
এবার নতুন করদাতার সংখ্যা বেড়েছে। সেই সাথে নারী করদাতাদের সংখ্যা গেলবারের রেকর্ড ছাড়াবে বলে আশা জাতীয় রাজস্ব বোর্ডের।
সবাই মিলে দিবো কর- দেশ হবে স্বনির্ভর। এই শ্লোগানকে ধারণ করে রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগেই সপ্তাহব্যাপী আর জেলা পর্যায়ে চলছে ৪ দিনের আয়কর মেলা।