জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০১:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৬৮২ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি উপমহাদেশের বিখ্যাত বিদ্রোহী কবি। নানা আয়োজনে কবির মৃত্যুবার্ষিকী পালন করছে রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
মাত্র ২২ বছরের লেখক জীবনেই ৩ হাজার গান, অসংখ্য কবিতা, ছোটগল্প আর উপন্যাস দিয়ে দখল করে নিয়েছেন বাংলা সাহিত্যের অনন্য স্থান। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা। শিল্পকলার নানান শাখায় ছিল তার অবাধ বিচরণ। ক্ষণজন্মা এই প্রতিভার জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। জীবনের পরতে পরতে তার সংগ্রাম। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে। ১৯২২ সালে প্রকাশ করেন ‘ধূমকেতু’ পত্রিকা। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে দেয়া হয় এক বছরের সশ্রম কারাদণ্ড। নিজের পরিচালিত চলচ্চিত্র ‘ধ্রুব’তে অভিনয়ও করেন কবি। ১৯৪২ সালে বাকশক্তি হারান নজরুল। ১৯৭২ সালে বঙ্গবন্ধু কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসেন স্বাধীন বাংলাদেশে। মর্যাদা দেয়া হয় জাতীয় কবির। ১৯৭৬ সালের ১২ ভাদ্র তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুঞ্জয়ী কাজী নজরুল ইসলাম।