জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জনকে ভবিষ্যত কাজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন বিজয়ীরা
- আপডেট সময় : ০৯:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জনকে ভবিষ্যত কাজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন বিজয়ীরা। তারা বলছেন, এই পুরস্কার দেশের ক্রীড়া খাতকে সামনে এগিয়ে নেবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন ক্রীড়াঙ্গণের বিশিষ্টজনরা।
দীর্ঘ প্রতিক্ষার অবসান। দেশের গুণী ক্রীড়া ব্যক্তিত্বরা পেলেন দেশের ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ অর্জন ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’।
খেলোয়াড় ক্যাটাগরিতে ৫০, সংগঠক ক্যাটাগরিতে ৩১ আর খেলোয়াড় ও সংগঠক হিসেবে এই সম্মামনা পেয়েছেন ৪ জন। অনুষ্ঠানে ভার্চূয়ালী যুক্ত হয়ে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ আট বছর পর কাজের স্বীকৃতি পেয়েছে উচ্ছ্বসিত সবাই। জাতীয় ক্রীড়া পুরস্কারকে ভবিষ্যত অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকে।
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রক্রিয়ায় ধারাবাহিকতায় না থাকায় আক্ষেপ ছিলো কারো কারো কণ্ঠে।
পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছেন ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং সম্মাননাপত্র।