জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্রের হলরুমে এই পুরস্কার বিতরণ করা হয়। এসময় দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এমএ মালেক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। সারাদেশের ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা আলাদা দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের দল ফাইনালে ওঠে। ফাইনালে জাহাঙ্গীরনগরকে মাত্র শুন্য দশমিক ৬৬ পয়েন্টে পরাজিত করে শিরোপা জেতে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।