জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
- আপডেট সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দুর্যোগ-ঝুঁকি হ্রাস পূর্ব-প্রস্ততি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এই প্রতিপাদ্যে খুলনা,নাটোরসহ বিভিন্ন জেলায় ‘জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ‘ পালিত হয়েছে।
খুলনায় হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে ডিসি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে রেলী,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া,নড়াইল,চুয়াডাঙ্গা,ঝিনাইদহে ‘জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ‘ পালিত হয়েছে।