জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই শ্লোগান নিয়ে দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি উল্লেখ করে বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম। এ জন্য পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার একটি আধুনিক ও যুগোপযোগী সড়ক ও মহাসড়ক অবকাঠামো নির্মাণ এবং বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে। এ সরকারের সময় মহাসড়ক ২২ হাজার ৪২৮ কিলোমিটারে উন্নীত হয়েছে।