জাতীয় পরিচয়পত্র ছাড়া আর ট্রেন টিকিট মিলবে না
- আপডেট সময় : ০২:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র ছাড়া আর টিকিট মিলবে না।টিকিট কালোবাজারি ঠেকাতে এমন উদ্যোগ। ট্রেন ভ্রমণে টিকিট পাওয়া যাবে কেবল অনলাইনেই। তবে নতুন এই নিয়মে বিপাকে পড়েছেন অনলাইন সম্পর্কে ধারণা না থাকা যাত্রীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেনের উন্নতসেবা নিশ্চিত করতে টিকিট ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবতর্ন আনা হয়েছে। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদনের বিস্তারিত।
করোনা সতর্কতায় এখনো স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ। তবে তৃতীয় দফায় আরো ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে রোববার থেকে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ট্রেনগুলো চলছে। কিন্তু এবার টিকিট আর থাকছে না স্টেশনের কাউন্টারে। টিকিট কাটতে হবে অনলাইনে। লাগবে নিজের জাতীয় পরিচয়পত্রও। কিন্তু এই করোনাকালে ঘর হতে কাজের সন্ধানে বেরিয়ে বিপাকে পড়েছেন অনলাইন সম্পর্কে ধারণা না থাকা যাত্রীরা।
এদিকে করোনাকালে ট্রেনে ভ্রমণকারীদের স্বাস্থ্যবিধি নিয়ে এখন অনেকটাই উদাসীন রেলওয়ে কর্তৃপক্ষ। রাজশাহী রেলস্টেশন থেকে সরিয়ে ফেলা হয়েছে জীবাণুনাশক টানেলটিও। মোটা অংকের টাকা খরচ করে এটি বসানো হয়েছিল প্রধান ফটকে। কিন্তু পরে আর সেটি কাজে লাগেনি।
তবে ট্রেনের ভেতরে স্বাস্থ্যবিধি মানতে নানা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
যদিও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বলছেন, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় জীবাণুনাশক টানেলটি বসানো হলেও স্বাস্থ্যসম্মত না হওয়ায় সেটি সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া সকল শ্রেণীর মানুষ যাতে টিকিট পান, সেটি মাথায় রেখেই চালু হয়েছে নতুন নিয়ম।
করোনা পরিস্থিতিতে ২৪ মার্চ থেকে সারাদেশেই বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে ৩১ মে থেকে চালু হয় কয়েকটি আন্তঃনগর ট্রেন। সেপ্টেম্বরের মধ্যেই সকল রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।