জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই
- আপডেট সময় : ১২:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক অঙ্গণে।
সকাল সাড়ে ৯টার পর এ তথ্য নিশ্চিত করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বাদ জোহর কাকরাইলের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউদ্দিন বাবলুর মরদেহ রাখা হবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বাকী আনুষ্ঠানিকতার পর বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জাতীয় পার্টির মহাসচিবকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ৮ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা জিয়াউদ্দিন আহমেদ বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।