জাতীয় পার্টি এই সরকারের অধীনে সব নির্বাচনেই অংশ নেবে : জি এম কাদের
- আপডেট সময় : ০৮:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি এই সরকারের অধীনে সব নির্বাচনেই অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। সকালে ঢাকার বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে শ্রমিক পার্টি আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। অপরদিকে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির পরাজিত প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ অভিযোগ করেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কোন নির্বাচনেই জিতবে না বলে দাবি করেন তিনি।
সোমবার সকালে রাজধানীর বনানীতে শ্রমিক পার্টি আয়োজিত এক সভায় অংশ নেন দলটির চেয়ারম্যান জিএম কাদের । এ সময় তিনি ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে সংগঠনের নেতা-কর্মীদের মাঠে আন্দোলন গড়ে তলার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রতিটি নির্বাচনে তার দল অংশ নেবে বলেও জানান তিনি।
এদিকে ঢাকা ডিআরইউতে ঢাকা-৫ আসনের উপ-নির্বানের ব্যাপক অনিয়ম কারচুপির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন দলটির প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ। ১৭ অক্টবরের ভোট প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করেন তিনি ।
নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন জাতীয় পার্টির পোলিং এজেন্টদের বের করে দেয় বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ।