জাতীয় পার্টি নামে আরেকটি দল হতে পারে না : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা- বেগম রওশন এরশাদের অনুমতি ছাড়াই তাকে চেয়ারম্যান ঘোষণা করে জাতীয় পার্টি নামে আরেকটি দল হতে পারে না বলে জানিয়েছেন- পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সুস্থ ও স্বাভাবিক নয়– এমন এক শিশুর ঘোষণায়ও কোন রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না বলে জানান তিনি। একটি রাজনৈতিক দল গঠন করতে আইনী কাঠামোসহ বিভিন্ন নীতিমালা রয়েছে। দুপুরে ঢাকার মোহাম্মদপুরে হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে একথা বলেন জিএম কাদের।
সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর জাকির হোসেন রোড মাঠে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এ সময় এরিক এরশাদের আলাদা দল গঠনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন তিনি।
সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ এর সাথে কথা হয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, চেয়ারম্যান হওয়ার কোন ইচ্ছেই নেই বেগম রোশন এরশাদের । দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন বেগম রওশন এরশাদ।
দেশের সম্ভাবনাময়ী দল জাতীয় পার্টিকে নিয়ে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন জিএম কাদের।