জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ঢাকার মিরপুরে গৃহকর্মী খাদিজা নির্যাতনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে সংস্থাটিকে ৭ দফা নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে উচ্চ আদালত।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। রায়ে বলা হয়, গৃহকর্মী খাদিজার মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশন তার অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গৃহকর্মী নির্যাতনের মতো মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাতে স্পষ্ট হয়েছে, কমিশন তার দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সজাগ নয় এবং মানবাধিকার সুরক্ষায় অর্পিত দায়িত্ব পালনে অবহেলার পরিচয় দিয়েছে।