জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ১৫ আগস্টে শাহাদাত বরণকারী শহীদদের সমাধীতেও। বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ১৫ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে জাতি স্মরণ করছে স্বাধীনতার এই মহান স্থপতিকে।
শনিবার সকাল সাড়ে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা । এ সময় সশস্ত্র বাহিনী একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়।
পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনের ভেতরে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে যান। যেখানে চিরনিদ্রায় শায়িত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদরা। সেখানেও ফুলেল শ্রদ্ধা জানান তিনি। বিশেষ দোয়া শেষে প্রতিটি কবরের কাছে যান প্রধানমন্ত্রী।
এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে শ্রদ্ধার মিছিলে সামিল হয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এরপর বনানী কবরস্থানে ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। দলের সাধারণ সম্পাদক এ সময় জানান, ১৫ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে ।
পরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় নেতারা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।
পরে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স মসজিদে জাতির পিতা ও ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া করা হয়।