জাতীয় সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের আহ্বান স্পিকারের
- আপডেট সময় : ০৯:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততই সুসংহত হবে।
সকালে জাতীয় সংসদের এলডি হলে পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করছেন, যা প্রশংসনীয়। এসময়, সংসদের উদ্যোগে সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে সংসদের নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকও বক্তব্য দেন। অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। প্রতিষ্ঠার ২২ বছরে এবারই প্রথম আনুষ্ঠানিক নির্বাচনে ভোট দিলেন সংগঠনের সদস্যরা।