জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকটা নড়েচড়ে বসেছে বিএনপি
- আপডেট সময় : ০৮:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকটা নড়েচড়ে বসেছে বিএনপি। তাই নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন জোরদার করতে- নানা কর্মপরিকল্পনাও হাতে নিয়েছে দলটি। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের নেতাদের ধারাবাহিক বৈঠকে দলকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে বিএনপি’র হাইকমান্ড। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সঠিক কৌশল নির্ধারণ না করতে পারলে কঠিন খেসারত দিতে হবে বিএনপিকে।
সরকার পতন আন্দোলন ও আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ নানা ইস্যুতে সম্প্রতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি।
মধ্যবর্তী ও নির্ধারিত সময়ে যখনই নির্বাচন হোক, তখনই দলকে নির্বাচনমূখী করতে প্রস্তুতি নিচ্ছে দলটি।
নির্বাচনি কর্মপরিকল্পনা, কৌশল ও করণীয় নির্ধারণ নিয়ে এসএটিভি দেয়া সাক্ষাৎকারে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি’র বিএনপি নেতারা।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, দলগোছানো একটি চলমান প্রক্রিয়া।
তবে রাজনৈতিক বিশ্লেষক ড. মোহাম্মদ নুরুল আমীন ব্যাপারী বিএনপিকে অভ্যন্তরিন সংকট কাটিয়ে ওঠার তাগিদ দেন।
শৃঙ্খলা ফিরিয়ে বিএনপিকে আন্দোলন ও নির্বাচনমূখী করার পরামর্শ এই রাজনৈতিক এই বিশ্লেষকের।