জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই পরিকল্পনার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রত্যক্ষ করেন তিনি। এতে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার ৫২ হাজার ৯৭ বর্গফুট জায়গাকে কাজে লাগানোর পাশাপাশি সংসদের মূল ভবন, এমপি হোষ্টেল এবং পাঁচটি ন্যাম ভবনের সংস্কারের বিষয়টিও উপস্থাপন করা হয়। এ সময় সংসদ ভবনের উন্নয়নকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।