জানুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন পাকিস্তানে
- আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়ে দিলো, জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন হবে। ইমরান লড়তে পারবেন কিনা তা জানা যায়নি।
কমিশন জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন নির্বাচনকেন্দ্রের তালিকা তৈরি হয়ে যাবে।
পাকিস্তানে এখন অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী আলোয়ার-উল-হক কাকার। শাহবাজ শরীফের কাছ থেকে তিনি গত অগাস্টে দায়িত্বভার নিয়েছেন। পর্লামেন্টের মেয়াদও অগাস্টে শেষ হয়ে গেছে। নিয়মানুযায়ী, পাকিস্তানে এরপর অন্তর্বর্তী সরকারই দেশ চালায়।
রাজনৈতিক অস্থিরতা
পাকিস্তানে ইমরান খান ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে উপহার-কেলেঙ্কারিতে ইমরানের তিন বছর জেল হওয়ার পর।
ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে, উপহার কেলেঙ্কারি মামলায় ইমরানের জেললে থাকতে হবে না। তারপরেও ইমরান জেল থেকে ছাড়া পাননি। কারণ, তাঁর বিরুদ্ধে অন্য অভিযোগও আছে। সেই অভিযোগ হলো, অ্যমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত যে গোপন বার্তা পাঠিয়েছিলেন, তা তিনি ফাঁস করে দিয়েছিলেন।
গত কয়েক মাসে সরকার ইমরানের তেহরিক-ই-ইনসাফ পার্টির কয়েক হাজার নেতা ও কর্মকর্তাকে আটক করেছে।
প্রশ্ন হলো, ইমরান এই নির্বাচনে কি লড়তে পারবেন? এর কোনো স্পষ্ট জবাব পাওয়া য়ায়নি। তারপরেও ইমরান লড়তে পারবেন কি না, তা নির্বাচন কমিন জানায়নি। তবে তার দল লড়বে। তারাই পাকিস্তান মুসলিম লিগের অন্যতম প্রধান বিরোধী।
পাকিস্তানের অর্থনীতির অবস্থাও ভালো নয়। গত কয়েক বছর ধরে অর্থনীতি ভয়ংকর চাপে আছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সম্প্রতি বলেছেন, ভারত যখন চাঁদে যাচ্ছে, পাকিস্তান তখন ভিক্ষে করছে।
ডয়চে ভেলে