পহেলা জানুয়ারিতে বই পাওয়া নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের শঙ্কা
- আপডেট সময় : ০১:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
আসছে বছরের প্রথমদিনই নতুন পাঠ্যবই স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার কথা। সে অনুযায়ী চলছে প্রস্তুতি। হাতে গোণা ক’টি দিন বাকি। নতুন বইয়ে সেই ঘ্রাণ নেয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। কিন্তু মন খারাপের খবর হলো, আশানুরূপ বই পৌঁছায়নি রাজশাহীতে। এখন পর্যন্ত বই এসেছে মাত্র ৩০ ভাগ। ফলে জানুয়ারির আগেই শতভাগ বই আসবে কি না- তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষা। কিন্তু এই স্কুলের ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলছেন, করোনা পরিস্থিতিতে আর্থিক সংকট ও বাল্য বিবাহের কারণে আর স্কুলে আসছে না তারা।
গেলো দুই বছরে গোটা জেলাতেই অন্তত কুড়ি শতাংশ শিক্ষার্থী স্কুল ছেড়েছে। এ কারণে আগামী বছর জেলায় নতুন বইয়ের চাহিদা খানিকটা কমেছে। ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে জেলায় সম্ভাব্য শিক্ষার্থী তিন লাখ ৩১ হাজার ১৮০ জন। এর বিপরীতে ৪৫ লাখ ২১ হাজার ৪৩টি পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়েছে। বিশাল এই চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ বই এসেছে।
এদিকে, এবার কোনো কোনো শ্রেণীতে নতুন সিলেবাস চালু করছে এনসিটিবি। আগের সিলেবাসে অন্তত ১৪টি বই পড়তে হতো। এবার তা কমে এসেছে ১০টিতে।
সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই শতভাগ বই পৌঁছবে বলে আশা করছেন শিক্ষা কর্মকর্তারা।