জানুয়ারিতে শুরু হবে হাড় কাপানো শীত : আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ২০০৩ বার পড়া হয়েছে
দেশে এখন শীতকালীন স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করলেও, চলতি মাসের শেষে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আর জানুয়ারিতে শুরু হবে হাড় কাঁপানো শীত। সারাদেশের ওপর দিয়ে বয়ে যাবে তীব্র শৈত্যবাহ। এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে শীত আসে দেরি করে। তবে পৌষের শীতেই দূর্ভোগ পোহাচ্ছে ছিন্নমূল ও দরিদ্র মানুষ।
তিলোত্তমা নগরীতে শীত আসি আসি করেও আসে না। তবে এবার পৌষের শুরুতে অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ।
সকালের শুভ্র শিশির যেনো মুক্তদানার হাসি। মায়াময় প্রকৃতির বুকে টিপ পরিয়ে দেয়া শিশির বিন্দু শোভা ছড়াছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দিলেও স্বীয় স্বকীয়তার তেজ দেখাতে ব্যর্থ।
শীত নিবারণের কর্মবস্ত মানুষ গরম কাপড় পড়লেও, নাজুক অবস্থা ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।
শীতে উষ্ণতা পেতে গরম চায়ের তুলনা নেই। বিক্রি বাড়ায় খুশী দোকানি; উষ্ণতা মেলায় ক্রেতাও আনন্দিত।
কুয়াশার প্রতাপ কিছুটা কমলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
ডিসেম্বরের শেষে মৃদু থেকে মাঝারি আর নতুন বছরে তীব্র শৈতপ্রবাহের আগাম বার্তা দিলেন আবহওয়াবিদ আবদুর রহমান খান।
এবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘর স্পর্শ করলে, তা কিছুটা বেড়ে সোমাবার হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।