জাপানে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাঁকড়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জাপানে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাঁকড়া। সবাইকে অবাক করে ইতসু-কিবোশি নামের কাঁকড়াটি বিক্রি হয় ৪৬ হাজার মার্কিন ডলারে। এরই মধ্যে খবরটি বিশ্বজুড়ে হইচই ফেলেছে।
মাছ ধরার মৌসুমের শুরুতে জাপানের টিটোরি বন্দরের কাছে সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ে ৫ দশমিক ৭ ইঞ্চি লম্বা ও ২ দশমিক ৭ পাউন্ড ওজনের বিশাল এই স্নো ক্র্যাব।
আকার আর বৈচিত্রের কারণে কাঁকড়াটি নিলামে হইচই ফেলে দেয়। বিক্রিও হয় রেকর্ড দামে ৪৬ হাজার মার্কিন ডলারে। এর আগে ১৮ হাজার ৩ শো ডলারে কাঁকড়া বিক্রী করে রেকর্ড গড়েছিলো একই প্রতিষ্ঠান-কানেমাসা হামাশিতা শোটেন।
সংস্থাটির একজন প্রতিনিধি জানান, শুরুতেই ধারণা ছিল বেশি দাম মিলবে। কিন্তু এতো বেশি পাওয়া যাবে-তা চিন্তারও বাইরে ছিল।
টোকিওর জিনজা শপিং’-এর নামিদামী রেস্টুরেন্টে পরিবেশন করা হবে-‘অতি মূল্যবান’ এই স্নো কাকড়াটি।