জাফলংয়ে বসবাসকারী মুক্তিযোদ্ধা পরিবারের চলার পথ কাঁ’টাতার দিয়ে ব’ন্ধ করে দেয়া হয়েছে
- আপডেট সময় : ০৬:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
জাফলংয়ের সংরক্ষিত বনভূমির সোনাটিলায় বসবাসকারী মুক্তিযোদ্ধা পরিবারের চলার পথ কাঁটাতার দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। অথচ পাশের জমিতে চলছে পাথর ক্রাশার মেশিন। ফলে ওই অঞ্চলে বসবাসকারী মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বন বিভাগের দাবি সংরক্ষিত বনাঞ্চলের ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
দীর্ঘ ৫০ বছর ধরে সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের সোনাটিলায় বসবাস মুক্তিযোদ্ধাদের। এখন বাস করছেন তাদের উত্তরাধিকারীরা। তবে সোনাটিলার ভূমিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করার পর থেকে কয়েক বছরে দফায় দফায় পরিবারগুলোকে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ।
বনবিভাগ সম্প্রতি সোনাটিলার ভূমি উদ্ধার করে কাঁটাতারের বেড়া দিয়েছে। ফলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পায়ে হাঁটার রাস্তা রেখে সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। চলাচলে বিঘ্ন ঘটছে রিক্সাসহ কোনো যে কোন যানবাহনের। তবে সোনাটিলায় কাঁটাতারের বেড়ার বিপরীতে সংরক্ষিত বনাঞ্চলের রাস্তা উন্মুক্ত রাখা হয়েছে পাথরবাহী ট্রাক চলাচলের জন্য। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা
এদিকে সোনাটিলার বিপরীত দিকের সংরক্ষিত বনভূমিতে ট্রাক চলাচল বন্ধে দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।
সোনাটিলা মুক্তিযোদ্ধা গ্রামের রাস্তার কাঁটাতারের বেড়া সরিয়ে ফেলার দাবি মুক্তিযোদ্ধা পরিবারের।