জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২ জন ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পাশ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তরবরুল গ্রামের ১০০ একর খাস জমি দখল করতে যায়। এ সময় ওই গ্রামের সুজন, মিন্টু মেম্বার ও তাদের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বেলাল হোসেন নামে একজন নিহত হয়। এ ঘটনায় কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের জামাল খন্দকারের ছেলে জালাল খন্দকার গুলিবিদ্ধ হয় এবং লাঠির আঘাতে বরুল গ্রামের আঃ সামাদের ছেলে এরশাদ হোসেন গুরুতর আহত হন।