জামালপুরের বজ্রপাতে কৃষকসহ ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে কৃষকসহ ৬ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৫ জন আহতসহ মারা গেছে ১০টি গরু
জামালপুরের ইসলামপুর থানার সার্কেল এসপি সুমন মিয়া জানান, বিকেলে ঝড়ে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের জারুল তলায় ৩ জন, সাপধরির কালির চরে ১ জন, পলবান্ধার বাটিকামারীতে ১ জন ও গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরে ১ জন নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন আরও কয়েকজন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এ তাহের জানান, বজ্রপাতে আহতদের মাঝে বর্তমানে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন তারা।