জামালপুরের মেলান্দহে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ১২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৭০২ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ছেলে জহুরুল এবং তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় মেলান্দহ হাইস্কুলের সামনে নিজ বাড়ি থেকে ৫০ বছর বয়সী জয়ফল ও তাঁর ২৫ বছর বয়সী মেয়ে স্বপ্নার মরদেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আকমল হোসেনের স্ত্রী জয়ফল এবং তাঁর মেয়ে স্বপ্না দীর্ঘদিন ধরে গোবিন্দপুর এলাকায় মেলান্দহ হাইস্কুলের সামনে থাকতেন। শনিবার সারা দিন জয়ফলের দুই ওমান প্রবাসী ছেলে মিলন ও মিস্টার ফোন দিয়ে মাকে না পেয়ে সন্ধ্যায় মামা মানিককে ওই বাড়িতে পাঠান। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের গেটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেইট দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জয়ফলের বড় ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে।