জামালপুরের মেলান্দহে সেতু না থাকায় চরম দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
- আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে সেতু না থাকায় চরম দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ।বাঁশের সাকোই একমাত্র ভরসা। তাও আবার চলাচলে দূঘটনা লেগেই আছে। এমন পরিস্থিতি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায়। তবে কতর্পক্ষ বলছে খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে সেতুটি নির্মাণ করা হবে।
এ সেতু দিয়েই নয়াপাড়া-চর গোবিন্দি বাজার সড়কে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর উপজেলাসহ পার্শ্ববর্তী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার প্রায় ১০-১২ হাজার মানুষ যাতায়াত করে। এক সময় স্থায়ী একটি সেতু ছিলো। সেতুটি নির্মাণের ১ বছর পরেই ১৯৯৭ সনে বন্যার পানির তোড়ে সেতুটির নিচ থেকে মাটি সরে গিয়ে সেতুটি দেবে যায়। সেতুটি দেবে যাওয়ায় ওই এলাকার মানুষ নয়াপাড়া-চরগোবিন্দি সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে। তাই সেতু নির্মানের দাবী তাদের্।
সেতুটি নির্মাণ হলে কৃষি পন্য সহ ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটবে। তাই খুব শিঘ্রই সেতু নির্মানের কথা জানালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী।
সব মিলিয়ে দ্রুত সেতুর নির্মান কাজ শুরু করে জনগণের ভোগান্তি কমাবে সরকার, এমনটি প্রত্যাশা সবার।