জামালপুরের রাজু আহম্মেদ তৈরি করেছেন ঝামেলা বিহীন সোলার পাখা
- আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জামালপুরের শরিফপুরের দরিদ্র রাজু আহম্মেদ ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন কৃষি খাতে নতুন নতুন যন্ত্র আবিষ্কার করে বিপ্লব সৃষ্টির। ২০১২ সালে ঘাস কাটা, ভুট্টা বপন ও খেতের আবর্জনা পরিষ্কার এবং মুঠোফোনের মাধ্যমে পাখি তাড়ানোর ৪ রকম শব্দের একটি যন্ত্র বানিয়ে ছিলেন।এখনও নিত্য নতুন যন্ত্র উদ্ভাবন করছেন তিনি। কিন্তু অর্থের অভাবে আগের উদ্ভাবনগুলোই আলোর মুখ দেখেনি। এবার রাজু আহম্মেদ তৈরি করেছেন ঝামেলা বিহীন সোলার পাখা। যা তীব্র রোদ থেকে লাঘব করবে কৃষকের কষ্ট।
ফসলের মাঠে কৃষকের কষ্ট কমাতে নতুন যন্ত্র আবিস্কার করেছে জামালপুরের রাজু আহমেদ।পেশায় একজন ইলেকট্রিশিয়ান তিনি।প্রাথমিক স্কুলের গন্ডি না পেরুতে পারলেও কৃষি যন্ত্র আবিস্কারে মেধার পরিচয় দিয়েছেন তিনি।এবার তিনি উদ্ভাবন করছে কৃষকের জন্য সোলার পাখা।হালকা এই যন্ত্রটি কৃষকের মাথায় ছায়া ও দুপাশ থেকে ঠান্ডা বাতাস দিবে।
যন্ত্রটি তৈরি করতে ছোট কয়েকটি ডিভাইস ব্যবহার করেছেন তিনি।খরচ হয়েছে মাত্র দেড় হাজার টাকা।সব মিলিয়ে সময় লেগেছে এক বছর।এটি মাঠে পরিক্ষামূলক ভাবে ব্যবহার করছে স্থানীয় কৃষক।সহযোগীতা পেলে আরো উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে কৃষকের হাতে তুলে দিতে পারবে বলে জানায় রাজু আহমেদ।
রাজুর তৈরি সোলার পাখাকে কৃষকের এসি বলে করছে এলাকাবাসী। এই ছোট ছোট উদ্ভাবন কৃষি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে কেরন ইউএনও। রাজু আহমেদ কে সরকারী পৃষ্ঠপোশকতার দেওয়ার দাবী জানিয়েছে স্থানীয়রা।