জামালপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জামালপুরে গৃহবধু শাহিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জুলফিকার আলী খান এ রায় দেন। নিহত গৃহবধু এবং সাজাপ্রাপ্ত সকলের বাড়ি মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামে। মামলা সুত্রে জানা যায়, গৃহবধু শাহিদা আক্তারের স্বামী শাহীন মিয়া সৌদি আরব প্রবাসী। শাহীন মিয়ার পাঠানো টাকা নেয়ার পর তা পরিশোধকে কেন্দ্র করে ২০১০ সালের ২০ জানুয়ারি সকালে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয় শাহিদা আক্তারের। ঝগড়ার এক পর্যায়ে শাহিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার ভাসুর রবিউল কাশেম, মোহাম্মদ আমিনুর ও ভাতিজা নিক্সন লিকসন। পরে নিহত শাহিদা আক্তারের বাবা মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।