জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জামালপুরে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দুপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে এ উপলক্ষ্যে রেলী বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগমসহ জেলা মহিলা দলের অনেকেই। দেশের উন্নয়নের নামে লুটপাট করে আওয়ামী লীগ নেতাকর্মীদেরই উন্নয়ন হয়েছে। রাজপথের আন্দোলন ছাড়া এ সরকারের পতন সম্ভব নয় বলেও জানান তারা।