জামালপুরে দুই যুগেও সংস্কার হয়নি দুই গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা
- আপডেট সময় : ০৫:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জামালপুরে দুই যুগেও সংস্কার হয়নি সদরের শরীফপুরের দুই গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। তবে কর্তপক্ষ বলছে খুব শীঘ্রই প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কার করা হবে।
জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শীতলকুর্শা ও আরিফপুর গ্রামবাসীর মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। শহরঘেষা হলেও এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি তেমন। দুই যুগ আগে মাটির রাস্তাটিতে ইট বিছিয়ে চলাচল উপযোগী করা হয়। কিন্তু এরপর থেকে আর কোন সংস্কার কাজ না করায় চলাচল অযোগ্য হয়ে পরেছে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক। ইট-মাটি সরে খানাখন্দে পরিণত রাস্তাটি। ভাঙাচোরা রাস্তায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনা যানবাহন। এ অবস্থায় দীর্ঘদিন দুর্ভোগে ভূগছেন এলাকার অন্তত ৫ হাজার মানুষ। জরুরী প্রয়োজন ও রোগীদের চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তিতে পরতে হয় বাসিন্দাদের। জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি সড়ক নির্মাণের দাবী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জামালপুর জেলা উন্নয়ন প্রকল্প অনুমোদনের পথে আছে। অনুমোদন হলে ওই প্রকল্পে রাস্তাটি নির্মাণে করা হবে।
দুই এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে খুব দ্রুতই রাস্তাটি নতুন করে নির্মান করা হবে এমনটাই প্রত্যাশ ভূক্তভোগীসহ সকলের।