জামালপুরে পতিত জমিতে পানিফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে
- আপডেট সময় : ০৬:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার পতিত জমিতে পানিফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছে কৃষক। পানিতে চাষ করা সুস্বাদু ফলটি জেলার চাহিদা পুরন করে দেশের বিভিন্ন হাট-বাজারে ছড়িয়ে পড়ছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার যমুনা নদী এলাকায় খাল-বিল, পুকুর-ডোবায় চাষ হচ্ছে পানি ফল। প্রতি বছর বোরো ধান কাটার পর, খাল-বিল-ডোবায় জমে থাকা পানিতে প্রথমে এই ফলের লতা রোপন করা হয়। তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ফল আসে গাছে।
এই ফল চাষে সার-কীটনাশকের তেমন প্রয়োজন হয়না। প্রতি বিঘা জমি চাষে তিন/চার হাজার টাকা খরচ করে ২৫/৩০ হাজার টাকা লাভ করে চাষীরা। দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের তিন শতাধিক কৃষক পতিত ৭৪ হেক্টর জমিতে পানিফল চাষ করছে। স্থানীয় বাজারে প্রতি কেজি পানিফল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। স্থানীয়ভাবে একে ‘সিঙারা’ নামেও ডাকা হয়। এর ভেষজ গুনও অনেক।
কৃষি বিভাগ বলছে, এই ফলের পুষ্টিমানও অনেক বেশি।
পানিফল চাষে সরকারের সহযোগিতার আশা করে চাষীরা।