জামালপুরে পিতা হত্যার দায়ে পুত্রকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র শাহিনুর রহমানকে আজীবন যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে জেলা দায়রা ও জজ আদালত।
দুপুরে জেলা দায়রা ও জজ আদালতেরসিনিয়র দায়রা জজ মোহাম্মদ জুলফিকারআলীখাঁন এই রায় ঘোষনা করেন। ২০১৭ সালের সেপ্টেম্বরের ২৪ তারিখে জামাল পুরের দেওয়ানগঞ্জের খড়মাখানপাড়া এলাকায় পারিবারিককলহের এক পর্যায়ে পিতা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিনুর রহমান।
নড়াইলে মাদক মামলায় মোহাম্মদ মিঠু নামে এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন।