জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ৬ জন আটক
- আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে আটক করেছে রেব। দু দফা জানাজা শেষে সাংবাদিক নাদিমকে সকালে নিজ বাড়িতে দাফন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তার বাবা-মা। শোকে স্তব্ধ তার স্বজন সহকর্মীরা। অভিযুক্তসহ হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সোচ্চার জেলার সাংবাদিক নেতারা। পেশাগত দায়িত্ব পালন শেষে গোলাম রাব্বানীনাদিম বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটহাটি মোড়ে ১০ থেকে ১২জন দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায়। সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে নিয়ে তাঁকে মারধর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে নাদিম মারা যান।
রাতে নাদিমের মরদেহ বকশীগঞ্জের নিজ বাড়িতে নিলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও সহকর্মীরা। শোকের আহাজারিতে চারিদিকের পরিবেশ ভারী হয়ে উঠে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর নাদিমের বাবা-মা।
শুক্রবার সকাল ১০টায় পৌরসভার এন এন হাইস্কুল মাঠে প্রথম জানাজা এবং উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাদিমকে দাফন করা হয়। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা
নাদিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সরব জামালপুরের সাংবাদিকরা। অভিযুক্তসহ সবাইকে গ্রেফতারের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তারা।এ ব্যাপারে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে শনাক্ত করে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে । বাকীদের ধরতে পাঁচটি টিম আভিযানে আছে।সাংবাদিক নাদিম একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। বাংলা নিউজের জালামপুর জেলা প্রতিনিধি ছিলেন।