জামালপুরে ৩ মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৭০৮ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলার মহিলা মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় চার শিক্ষকের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে।
সোমবার রাতে তাদেরকে ওই মাদ্রাসা থেকে আটক করা হয়। এ সময় অন্য শিক্ষার্থীদের অভিভাকদের হাতে তুলে দিয়ে মাদ্রাসাটি বন্ধ করে দেয়া হয়।পুলিশ জানায়, ইসলামপুরের দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসা থেকে রোববার ভোরে মীম আক্তার, সূর্যবানু ও মনিরা নামের দ্বিতীয় শ্রেণীর তিন শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় সোমবার বিকেলে মাদরাসার মুহতামিম মো: আসাদুজ্জামান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রাতে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার নেতৃত্বে সব শিক্ষার্থীদের অভিভাবকের হাতে তুলে দিয়ে মাদরাসাটি বন্ধ করে দেয়া হয়।