জামালপুর জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বাড়ছে
- আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
শীতের শুরুতেই জামালপুর জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। ধারণ ক্ষমতার চেয়ে পাঁচ গুন বেশি রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, শিগগিরি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।
প্রায় দুই যুগ আগে জামালপুর জেনারেল হাসপাতাল এক’শ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। শিশুদের জন্য বরাদ্দ হয় মাত্র ২৪টি শয্যা। শীতের শুরুতেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রায় এর থেকে পাঁচ গুন বেশি শিশু রোগী ভর্তি হচ্ছে।
গত এক সপ্তাহে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে। এক বিছানায় তিন থেকে চার জন করে অথবা মেঝেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। প্রয়োজনের তুলনায় ইনকিবিউটর না থাকায়, শংকা নিয়েই সুস্থতার অপেক্ষা করে অভিভাবকরা।
শিশু ও মায়েদের সচেতন থাকার পরামর্শ দেন, এই চিকিৎসক।হাসপাতালে শিশুদের জন্য পর্যাপ্ত ইনকিবিউটর চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।