জামিনযোগ্য মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন না-মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
জামিনযোগ্য মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো বিচারকের বিচার দাবী করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান খোকন। এ সময় গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। গেল ৩ সেপ্টেম্বর মানহানির এক মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত।