জার্মানির বার্লিন ও ব্রান্ডেনবুর্গ প্রদেশে অজানা এক বন্যপ্রাণীর আতঙ্ক
- আপডেট সময় : ১০:১৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
জার্মানির বার্লিন ও ব্রান্ডেনবুর্গ প্রদেশে অজানা এক বন্যপ্রাণীর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয় অধিবাসীদের। স্থানীয় প্রশাসন ও পুলিশের ধারণা, এটি একটি সিংহ। সত্যতা যাচাইয়ে চলছে নানা গবেষণা। বাসিন্দাদের নিরাপত্তায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
স্থানীয়রা জানান, পথচারীরা সিংহের মত দেখতে এমন এক বন্যপ্রাণীকে বার্লিনের সীমান্তের কাছে ব্রান্ডেনবুর্গ প্রদেশের ক্লাইনমাখনোর এলাকার একটি জঙ্গলে দেখতে পায়। তারা মোবাইল ফোনে সেই প্রাণীর ভিডিও ধারণ করে স্থানীয় পুলিশের কাছে পাঠিয়ে জরুরি সাহায্য চায়। এরপরই ছবিটির সত্যতা যাচাই করে ও স্থানীয় পুলিশ সেই প্রাণীটিকে উদ্ধারে অভিযান শুরু করে।প্রাণীটিকে ঠিক যে এলাকাটিকে দেখা গিয়েছিল, স্থানীয় অধিবাসীদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে জারি করা হয় রেড অ্যালার্ট। নির্দেশ দেয়া হয়েছে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার। বিশেষ করে ওই এলাকার স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি থাকায় শিশুদের বাইরে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বন্যপ্রাণীটি যে কোন সময় আক্রমণ করতে পারে এমন আশংকায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয়রা।