জার্মানির হাতে আর মাত্র আড়াই মাসের গ্যাস মজুদ আছে : ক্লাউস মুলার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
জার্মানির হাতে আর মাত্র আড়াই মাসের গ্যাস মজুদ আছে বলে জানিয়েছেন দেশটির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার। এ অবস্থায় জার্মানিতে গ্যাসের দাম তিনগুণ বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
রাশিয়া থেকে জ্বালানি তথা গ্যাস না পেলে বিপাকে পড়বে দেশটি। ক্লাউস মুলার জানান, মাত্র আড়াই মাস চলার মতো গ্যাসের মজুদ রয়েছে তাদের হাতে। এদিকে, গ্যাস কিনতে যে বাড়তি দাম লাগছে, তা ক্রেতাদেরই বহন করতে হবে।
তাঁর মতে, জার্মানিকে গ্যাস বাঁচাতে হবে এবং অন্য জায়গা থেকে গ্যাস আনার ব্যবস্থা করতে হবে। অন্য একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, গ্যাসের দাম তিনগুণ বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে জরুরি গ্যাস পরিকল্পনার দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে জার্মানি। সেখানে সরবরাহকারীদের ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অনুমতি দেয়া হয়েছে।