জার্মান কাপের ফাইনাল ও সেমি-ফাইনালের নতুন সূচি চূড়ান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চলতি মৌসুমের জার্মান কাপের ফাইনাল ও সেমি-ফাইনালের নতুন সূচি চূড়ান্ত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচ হবে আগামী ৪ জুলাই।
আসরের সেমিফাইনাল মাঠে গড়াবে ৯ ও ১০ জুন। শেষ চারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট। দ্বিতীয় সেমিফাইনালে সারব্রুকেন মোকাবেলা করবে বায়ার লেভারকুসেন। এদিকে, জার্মান কাপ ছাড়াও দেশটির ফুটবলের শীর্ষ দুই লিগেরও নতুন তারিখ নির্ধারন করেছে কর্তৃপক্ষ। বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগার দ্বিতীয় সারির টুর্নামেন্ট এর খেলা পুনরায় শুরু হবে ১৬ মে। তবে, করোনা সচেতনতায় প্রতিযোগিতার সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।